Friday, January 27, 2017

শিবির সভাপতি ব্যারিষ্টার হামিদ হোসাইন আজাদের বিশ্বব্যাপী মানবসেবায় নেতৃত্ব প্রদান

ব্যারিষ্টার হামিদ হোসাইন আজাদ চট্টগাম জেলার লোহাগাড়া উপজেলার আমিরাবাদের কৃতি সন্তান।   তিনি ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।   তিনি দীর্ঘ বহু বছর যাবৎ বিভিন্ন আন্তর্জাতিক ইসলামী সেবা সংস্থায় কর্মরত আছেন।   তিনি যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক ত্রাণ ও উন্নয়ন সংস্থা মুসলিম এইডের বহু দায়িত্ব সাফল্যের সাথে পালন করেন । ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি এই সংস্থার বৈদেশিক কর্মসূচির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।  তিনি ফেইথ রিজেনের কমিউনিটি ও আন্তর্জাতিক কর্মসূচির প্রধান হিসেবে তিন বছর দায়িত্ব পালন করেন। তিনি চার বছর  মুসলিম এইডের সহকারী প্রধান নির্বাহী ছিলেন। সাহায্য সংস্থা ও কমিউনিটি উন্নয়ন কর্মসূচিতে তার ১০ বছরের অভিজ্ঞতা নিয়ে তিনি মুসলিম এইডের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসেবে নিয়োগ পান।  তার প্রতিক্রিয়ায় হামিদ হোসাইন আজাদ বলেছিলেন:  ‘এই চ্যালেঞ্জিং কাজের দায়িত্ব নিতে পেরে আমি কৃতজ্ঞ। আমি আল্লাহর শুকরিয়া আদায় ও সাহায্য কামনা করছি। আমি মুসলিম এইডকে ভালোবাসি এবং এর ল্ক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আমি সবসময়ই উৎসাহী। এই মহান সংগঠনের উন্নয়নে এবং মানবতার সেবায় আমি নিরলসভাবে কাজ করে যাবো ইনশাল্লাহ।’

উল্লেখ্য, দুর্যোগ-আক্রান্ত দেশ ও দরিদ্র মানুষের সেবার জন্য ১৯৮৫ সালে যুক্তরাজ্যে মুসলিম এইড প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে সংস্থাটি বিশ্বের ৭০টি দেশে তার সেবার পরিধি বিস্তৃত করেছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষকেই সাহায্য করে থাকে মুসলিম এইড। এর ওয়েবসাইট এড্রেস: www.muslimaid.org 

মুসলিম দীর্ঘদিন দায়িত্বপালন শেষে ব্যারিষ্টার হামিদ হোসাইন আজাদ যোগদান করেছেন যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা “মুনতাদা এইড” এ। আর নিয়োগ পান এর প্রধান নির্বাহী (CEO) হিসেবে। উল্লেখ্য যে “মুনতাদা এইড” দুনিয়াব্যাপী ১৮টি দেশে ২৪ টি সহযোগী সংস্থার মাধ্যমে তাদের স্বেচ্ছাসেবী মূলক কার্যক্রম চালিয়ে আসছে। যুদ্ধবিধ্বস্ত ও দূর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা, স্বাস্থ্যখাত, বিশুদ্ধ পানি ও শিক্ষাখাতসহ আর্তমানবতার সেবায় সাহায্যের বাড়িয়ে দেয়াসহ আরো বিভিন্ন সহযোগিতামূলক  কাজ  এ সংস্থাটি  করে থাকে। এর ওয়েবসাইট এড্রেস: www.muntadaaid.org । 
Facebook address: www.facebook.com/hamidh.azad

See these video: 

No comments:

Post a Comment

Popular Posts