About Us

সমস্ত প্রশংসা আল্লাহ'র, দরূদ ও সালাম হযরত মোহাম্মদ (সাঃ)-এর প্রতি এবং সাহাবায়ে কেরাম, তাবেয়িন, তাবে-তাবেয়িন, আইম্মায়ে মুজতাহেদীন, সকল মুজতাহিদ, মুজাহিদ, সালেহ, দ্বীনদার ও শহীদ বান্দার রূহের মাগফেরাত ও অফুরন্ত কল্যাণ কামনা করছি ।   

এই ব্লগ-ওয়েবসাইটের লিংক হচ্ছে: www.bdji.net    https://bjiall.blogspot.com।   এই ব্লগ-ওয়েবসাইটে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সিলেবাসের বইসমূহ  দেয়া হয়েছে, এজন্য এই লিংকে ব্রাউজ করুন: জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সিলেবাসের বইসমূহ । জামায়াতের শ্রেষ্ঠত্ব ও সাফল্য নিয়ে পোষ্ট দেয়া হয়েছে ; এর লিংক যথাক্রমে: জামায়াতে ইসলামী ও অন্যান্য ইসলামী দলঃ একটি তুলনামূলক র্পযালোচনা এবং জামায়াতের সাফল্য (এই লেবেল লিংকে অনেকগুলো পোষ্ট দেয়া হয়েছে)।  এক্ষেত্রে এই লেবেল লিংকের পোষ্টগুলো দেখতে পারেন: আন্তর্জাতিক ক্ষেত্রে জামায়াত । শত্রুরা জামায়াতে ইসলামীর অনেক রকম সমালোচনা করে থাকে ; এই লেবেল লিংকে তার কিছু জবাব দেয়া হয়েছে: সমালোচনার জবাব । পরে আরো জবাব দেয়া হবে।   জামায়াতে ইসলামী সম্পর্কে বিশিষ্ট ব্যক্তিদের অনেক গুরুত্বপূর্ণ মতামত রয়েছে; সেসব এই লেবেল লিংকে দেয়া হয়েছে যাতে অনেকগুলো পোষ্ট রয়েছে: বিশিষ্টজনের মতামত । এছাড়া উপরে, নীচে, ডানে, বামে আরো অনেক লিংক আছে যেখান থেকে ব্যাপক জ্ঞান অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠন সম্পর্কে সাংগঠনিকভাবে ও ব্যক্তি উদ্যোগে অনেকগুলো ওয়েবসাইট করা হয়েছে।   সেসব সব এক সাথে খুঁজে পাওয়া সময়সাধ্য বিষয় এবং অনেক সময় দুঃসাধ্যও বটে।   এই লিংকে যেয়ে এর অনেকগুলোই পাওয়া যাবে: অনলাইন জামায়াতে ইসলামী   এই ওয়েব লিংকগুলো একত্রিত করা এই ওয়েবসাইটের একটি বড় অবদান মনে করি।   

নানা ব্যক্তি ও শক্তি নানাভাবে জামায়াতে ইসলামীর সমালোচনা করে থাকে ।   এক শ্রেনীর আলেম আছে যারা জাময়োতে ইসলামীর সাফল্য নিয়ে বিভ্রান্তি ছড়ায়।   ইসলামের পূণরুত্থান ও বিজয়ে জামায়াত ব্যর্থ হয়েছে বলে উল্লাসের সাথে প্রচার করে। এ বিষয়ে এমনকি অনেক জামায়াতের অনেক শুভাকাঙ্খী, সমর্থক ও কর্মীর মধ্যে বিভ্রান্তি রয়েছে।   সাফল্য দ্বারা প্রভাব বৃদ্ধি পায় ও কাজের উৎসাহ সৃষ্টি হয়।   প্রকৃতপক্ষে বর্তমান বিশ্বে ইসলামের পূণরুত্থানে জামায়াতে ইসলামীর ব্যাপক অবদান রয়েছে।   এসমস্ত বিষয় ব্যাপকভাবে তুলে ধরা জরুরী। এজন্য এইসব লেবেল লিংকের পোষ্টগুলো প্রচার করা উচিত: আন্তর্জাতিক ক্ষেত্রে জামায়াত  এবং  জামায়াতের সাফল্য । এক্ষেত্রে জামায়াতে ইসলামীর শ্রেষ্ঠত্ব সম্পর্কে জানার জন্য এই পোষ্টটি প্রচার করুন প্লীজ:  জামায়াতে ইসলামী ও অন্যান্য ইসলামী দলঃ একটি তুলনামূলক র্পযালোচনা । এসব প্রচার করাই এই ওয়েবসাইটের একটি বড় উদ্দেশ্য।   

জামায়াতে ইসলামী একটি পরিপূর্ণ ইসলামী আন্দোলন, অধিকন্তু একটি আন্তর্জাাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়।   এই আন্দোলনে সাফল্য লাভের জন্য ইসলামী জ্ঞান অর্জনের কোন বিকল্প নাই।   অন্যথায় নানা প্রকার ফেতনা এসে বিভ্রান্ত করার ঝুঁকি থাকে।   ইসলামী জ্ঞান অর্জন জান্নাতের রাস্তা প্রশস্ত করে দেয়।   রাসুলুল্লাহ (সাঃ) বলেন: ওয়ামান ছালাকা তোয়ারিকান ইলতামিছু এলমান ফিহি ছাহহালাল্লাহু লাহু বিহি তোয়ারিকান ইলাল জান্নাত অর্থাৎ যে ব্যক্তি পথ চলে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌছার পথ তার জন্য সুগম করে দিবেন (সহীহ মুসলিম) ।    এই ওয়েবসাইটে Book নামে একটি সম্পূর্ণ মেনু আছে।   সেই মেনুতে সংগঠনের সিলেবাসের বইসহ এসম্পর্কিত অনেক ই-বুক রয়েছে। এজন্য পাঠাগার.কমসহ আরো বিভিন্ন সাইটের সহায়তা নেয়া হয়েছে।        

এই ব্লগ-ওয়েবসাইটের ব্লগার আমি শাহাদাতুর রহমান সোহেল।  এ ব্লগ-ওয়েবসাইট প্রসঙ্গে আমার এই পরিচয়টাই বড় যে, আমি জামায়াতে ইসলামীর একজন শুভাকাংখী ও গবেষক।  আমার কাছে প্রশ্ন এসেছে যে, জামায়াতে ইসলামীর একজন শীর্ষস্থানীয়  নেতা না হয়ে একাজ কেন করছি? আমার জবাব হলো- জামায়াতে ইসলামীর বিরুদ্ধে রাজনৈতিক, ধর্মীয়, জাতীয়, আন্তর্জাতিক ইত্যাদি নানা ক্ষেত্র থেকে চরম অপপ্রচার ও শত্রুতা চলছে। এ অবস্থায় জামায়াতে ইসলামীর পক্ষের সকল ব্যক্তির ও শক্তির যার যার অবস্থান থেকে যথাসাধ্য নিয়মতান্ত্রিক ভূমিকা রাখা উচিত।   তবে এটা হবে  আন-অফিসিয়াল।

অত্র ব্লগ-ওয়েবসাইটে প্রধাণত: জামায়াতে ইসলামীর শ্রেষ্ঠত্ব ও সাফল্যসহ পজেটিভ দিকগুলো তুলে ধরা হয়েছে।   এ অবস্থায় প্রশ্ন এসেছে - জামায়াতের কি কোন ভুল-ত্রুটি নাই? আমার জবাব হলো-  নিজেকে বা নিজেদের সম্পূর্ণ নির্ভুল মনে করার মত ভুল আর কিছু হতে পারে না।   এই ওয়েবসাইটের আলোচ্য বিষয় ভিন্ন হওয়ায় ভুল-ত্রুটির আলোচনা আসে নি।  জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যখন নানা দিক থেকে ও ব্যাপকভাবে সমালোচনা করা হয় তখন তাদের কাছেই প্রশ্ন করা উচিত- জামায়াতে ইসলামীর কি কোন ভালো দিক নেই? এই ওয়েবসাইটেও কিছু সংশোধনমূলক পোষ্ট  দেয়া হয়েছে: এখানে লিংকে ব্রাউজ করুন: সংশোধনমূলক পোষ্ট ।  

সাধ্যমত যাচাই করে এখানে তথ্য দেয়া হয়েছে।   তারপরও কোথাও ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা ই-মেইল এড্রেসে আমাকে জানান প্লীজ: sohelict@gmail.com ।  এছাড়া কারো কোন পরামর্শ থাকলে অথবা এ ওয়েবসাইটে যুক্ত করার মত অধিকতর তথ্য কারো কাছে থাকলে ও এ ওয়েবসাইটটি আপডেট করার মত কিছু জানা থাকলে উক্ত ই-মেইল এড্রেসে জানাবার জন্য বিশেষ অনুরোধ রইল।  তাছাড়া কেউ যদি জামায়াতে ইসলামী সম্পর্কে অথবা এর সাথে সম্পর্কিত কোন ইসলামী আর্টিকেল উক্ত ই-মেইল এড্রেসে পাঠায় তাহলে তা তার নামেই এই ওয়েবসাইটে যাচাইপূর্বক প্রকাশ করবো।    



No comments:

Post a Comment

Popular Posts