ইসলামী মুক্তমঞ্চ" - নামে হোয়াটস এপ গ্রুপে “বিশিষ্ট ব্যক্তি ও সমাজপতিদের দাওয়াত দানের গুরুত্ব ও পদ্ধতি” নিয়ে গুরুত্বপূর্ণ সামষ্টিক আলোচনা হয়েছে। নীচে তা সম্পূর্ণ দেয়া হলো:
Nurur Rahman:
Shahadatur Rahman Sohel:
নূর ভাই আবু হুরাইরা (রাঃ) বর্ণিত যে হাদীসটি এখানে শেয়ার করেছেন ইসলামী আন্দোলনের জন্য প্রয়োজনীয়। বিশিষ্ট ব্যক্তি ও সমাজপতিদের দাওয়াত দানের যে কর্মসূচী আছে সেক্ষেত্রে এই হাদীস প্রযোজ্য। হাদীসে বলা হয়েছে: “খেয়ারুকুম ফিল জাহিলিয়াতি খেয়ারুকুম ফিল ইসলাম” অর্থাৎ জাহিলিয়াত যুগের শ্রেষ্ঠ ব্যক্তিগণ ইসলামেও শ্রেষ্ঠ”। আবুবকর, উমর, উসমান, আলী, খালেদ ইবনে ওলিদ (রাঃ) প্রমুখ সাহাবীগণ জাহেলিয়্যাতে সেরা ছিল ইসলামেও তারা সেরা। অনেক সময় দেখা যায় একজন যোগ্যতা ও ক্ষমতাসম্পন্ন ব্যক্তিকে ইসলামী আন্দোলনে আনা একহাজার সাধারণ ব্যক্তিকে আনার চেয়েও বেশী মূল্যবান। সাধারণ ব্যক্তিকে দাওয়াত অবশ্যই দিতে হবে, কিন্তু যোগ্যতা ও ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের দাওয়াত দেয়া বেশী গুরুত্বপূর্ণ। আমি একসময় বলতাম - প্রত্যেক ফেরাউনকে দাওয়াত দিতে হবে, না হয় প্রত্যেক ফেরাউনের ঘরে মুসা তৈরী করতে হবে। আমি বার বার এবিষয়ে তাগিদ দিয়েছি - দুঃখজনক হলো, দায়িত্বশীলরা এবিষয়ে অনীহা, জড়তা, অপারগতা প্রদর্শন করে। এবিষয়ে দায়িত্বশীলদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। আমি যখন আমার এলাকায় থানার দায়িত্বশীল হই তখন যে প্রথম কাজ করি তাহলো - এলাকার সকল চেয়ারম্যান-মেম্বার ও সম্ভাব্য চেয়ারম্যান -মেম্বারদের তালিকা তৈরী করে থানা বৈঠকে উপস্থাপন করি এবং বলি -এদেরকে আমাদের দাওয়াত দিতে হবে।
এই বক্তব্যটি মনোযোগ সহকারে বার বার শুনার অনুরোধ রইল। বিশিষ্ট ব্যাক্তিদের মধ্যে দাওয়াত বিষয়ে আলোচনায় ঢাকা মহানগরী উত্তর আমির সেলিম উদ্দীন:
Abul Khair Sohel:
বিষয় : বিশিষ্টজনদের মাঝে দাওয়াত প্রদানে আমাদের করণীয়।
(একবার ক্লিক করে অডিও চালু না হলে ২য় বার ক্লিক করুন)
Shahadatur Rahman Sohel:
@A K Sohel! ধন্যবাদ আবুল খায়ের সোহেল ভাইকে। জাযাকাাল্লাহ খায়ের। অন্যদের কাছেও এমন আরো কিছু আশা করি এবিষয়ে। উপরে আগে সেলিম উদ্দীন ভাইয়ের যে ভিডিও দিয়েছি এবিষয়ে তা আবার শুনার জন্য অনুরোধ থাকলো। আবুল খায়ের সোহেল ভাইয়ের বক্তব্যের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো - বিশ্ষ্টি ব্যক্তিদের মধ্যে ডানপন্থীদের - আমাদের কাছাকাছি যারা তদেরকে আগে টার্গেট নেয়া। এদের অগ্রাধিকার দিতে হবে। আদর্শবাদী, সৎ, ধার্মিক ব্যক্তিরা এক্ষেত্রে অগ্রাধিকারপ্রাপ্ত। তবে সুযোগে পেলে সবাইকে দাওয়াত দিতে হবে। একটা কবিতা আছে - যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই - পাইলেও পাইতে পারো অমূল্য রতন।
Hedayatullah:
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কেয়ামতের দিন আল্লাহ্ তাআলা সাত শ্রেণীর ব্যক্তিকে তাঁর আরশের ছায়া দান করবেন। যেদিন তাঁর ছায়া ব্যতিত আর কোনো ছায়া থাকবে না। তাঁরা হলেন-
> ইমামুন আদেলুন, ন্যায়পরায়ণ শাসক।
> ওই যুবক, যার যৌবন আল্লাহর ইবাদাতে অতিবাহিত করে।
> ওই (নামাজি) ব্যক্তি, যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে।
> ওই ব্যক্তি, যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ থেকে (আল্লাহর ভয়ে) পানি ঝরে।
> সেই দুই ব্যক্তি, যারা একে অপরকে শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভালোবাসে।
> ওই ব্যক্তি, যাকে কোনো প্রভাবশালী সুন্দরী নারী (ব্যভিচারের উদ্দেশ্যে) আহবান করে, আর সে তখন বলে, আমি আল্লাহকে ভয় করি।
> ওই ব্যক্তি, যে নিজের দানকে এমনভাবে গোপন করে যে, তার বাঁ হাত জানে না ডান হাত কী দান করল অর্থাৎ গোপনে দানকারী ব্যক্তি। (বুখারি, মুসলিম, মুসনাদে আহমাদ, মুয়াত্তা মালেক, তিরমিজি, নাসাঈ)
এই সাত শ্রেণীর মধ্যে মধ্যে ১ নংয়ে রয়েছে - ঈমামুন আদেলুন অর্থাৎ ন্যায়পরায়ন শাসক। এই ন্যায়পরায়ন শাসক তৈরী করা ইসলামী আন্দোলনের একটি প্রধাণ কাজ। এর জন্য বিশিষ্ট ব্যক্তি ও সমাজপতিদের দাওয়াত দেয়া খুবই প্রয়োজন। এই কাজ ঠিকমতো না করতে পারায় আমাদের কাজ দুর্বল হয়ে যাচ্ছে। এই কাজ আমরা কেন ঠিক মতো করতে পারছি না এবং এর সমাধান কি তা আমাদের খুঁজে বের করতে হবে।
@Hedayat! Thanks. jajhakallah khair. Good post
Shawkot: Correct brother.
Shahadatur Rahman Sohel:
আবুল খায়ের সোহেল ভাই বিশিষ্ট ব্যক্তিদের দাওয়াত দান প্রসঙ্গে অডিও বক্তৃতায় আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন - তাহলো: সর্বোপরি আল্লাহ’র নিকট দোয়া করা। দাওয়াত দানের সফলতার জন্য এটা সবসময় দরকার। তবে বিশিষ্ট ব্যক্তিদের দাওয়াত দানে সফলতা যেহেতু কঠিন কাজ সেহেতু এটা এক্ষেত্রে বেশী দরকার। রাছুল (সাঃ) বিশিষ্ট ব্যক্তিদের দাওয়াত দানের ক্ষেত্রে এটা করেছেন। এর দৃষ্টান্ত আছে ওমর বিন খাত্তাব (রাঃ) ও আবু জেহেল ( তার আসল নাম ওমর বিন হেশাম) -এর ক্ষেত্রে। তিনি দোয়া করেছেন: হে আল্লাহ! ওমর বিন খাত্তাব ও ওমর বিন হেশাম - এই দুই ওমরের এক ওমর দ্বারা ইসলামকে শক্তিশালী কর। দ্বিতীয় খলিফা ওমর বিন খাত্তাব (রাঃ) -এর ক্ষেত্রে এই দোয়া সফল হয়েছিল।
সুরা ত্বহাতে মহান আল্লাহ হযরত মুছা (আঃ) -কে নির্দেশ দিয়েছেন ফেরাউনকে দাওয়াত দানের জন্য । ফেরাউন ছিল তৎকালীন পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী ও জালেম শাসক । তখন তাঁর প্রথম কাজ হচ্ছে দোয়া করা। দোয়াটি হচ্ছে - রাব্বিশ রাহলি ছোয়াদরি ওয়া ইয়াছছিরলি আমরি ওয়াহলুল ওক্বদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাওলি অর্থাৎ ‘হে আমার প্রতিপালক! আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কর্ম সহজ করে দিন। আমার জিহ্বার জড়তা দূর করে দিন। যাতে তারা আমার কথা বুঝতে পারে’। দেখুন সূরা ত্বহা, আয়াত : ২৪-২৮ নং আয়াত। এটা মানুষ সাধারণত মেধা ও স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য পড়ে। সেক্ষেত্রেও এাট প্রযোজ্য। তবে এটা বিশিষ্ট ব্যক্তিদের দাওয়াত দানের ক্ষেত্রে বেশী প্রযোজ্য।
Azom ali:
বিশিষ্ট ব্যক্তি ও সমাজপতিদের দাওয়াত দানের বিষয়ে সাহাদাতুর রহমান সোহেল ভাই যে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন তার সাথে আমি একমত পোষন করছি।
Shahadatur Rahman Sohel:
বিশিষ্ট ব্যক্তিদের দাওয়াত নিয়ে কিছু কথা
বিশিষ্ট ব্যক্তিদের দ্বীনের দাওয়াত একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবিষয়ে বিভিন্ন পয়েন্টে অভিজ্ঞতাভিত্তিক কিছু আলোচনা করবো:
১) প্রথমে লিষ্ট করতে হবে। প্রশ্ন হলো - লিষ্ট কারা করবে? প্রথমতঃ লিষ্ট করা উচিত থানা পর্যায়ের যারা দায়িত্বশীল আছে তাদের। বিশিষ্ট ব্যক্তিদের সফল দাওয়াত দিতে বিশেষ যোগ্যতা ও প্রভাবের দরকার হয়। কাজেই সংগত কারণেই থানা পর্যায়ের দায়িত্বশীলগণ লিষ্ট করে দাওয়াতী কাজ করবেন, প্রয়োজনে জেলা/মহানগরী দায়িত্বশীলদের সহায়তা নেবেন। আমার অভিজ্ঞতা হচ্ছে - বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে দাওয়াতী কাজে জেলা পর্যায়ের দায়িত্বশীলদের কাজে লাগিয়েছি, এমন কি কেন্দ্রীয় পর্যায়ের নেতাদেরও সহযোগিতা নেয়া হয়েছে। জেলা পর্যায়ের নেতাদেরকে দরকার মতো বিশিষ্ট ব্যক্তিদের কাছে নিয়ে যাওয়া হয়েছে, সফররত কেন্দ্রীয় নেতার কাছে নিয়ে যাওয়া হয়েছে বিশিষ্ট ব্যক্তিদের। যেমন: কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মৌলানা মুমিনুল হক চৌধূরীর কাছে নিয়ে যাওয়া হয়েছে এলাকার এক বিশিষ্ট ব্যক্তিকে। মৌলানা মুমিনুল হক চৌধূরীর মাহফিলে অতিথি করা হয়েছে আরেক বিশিষ্ট ব্যক্তি আওয়ামী লীগের থানা সভাপতিকে। উভয়ে বেশ প্রভাবিত হয়। আর হ্যাঁ, ওয়ার্ড ও ইউনিট পর্যায়েও দায়িত্বশীলরাও লিষ্ট করে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে দাওয়াতী কাজ করবেন। একাজে উর্দ্ধতন দায়িত্বশীলের সহায়তা নেবেন।
লিষ্ট করতে যেয়ে এলাকার চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, বিভিন্ন সমিতি ও সোসাইটির নির্বাচিত সদস্য ও লিডারদের অগ্রাধিকার দিতে হবে। এদের দ্বারা জনগণ পরিচালিত হয়। কোন না কোন মাধ্যম ও উপায় তাদের কাছে পৌঁছার চেষ্টা করতে হবে।
২) দাওয়াত দিতে যেয়ে প্রথমে ইসলামী আন্দোলনের সাথে কোন না কোনভাবে সম্পর্কিত বিশিষ্ট ব্যক্তিদের দাওয়াত দিতে হবে। ইসলামী আন্দোলনের সাথে তাদের দূরত্ব দূর করা এবং সম্পর্ক মজবুত করার জন্য। পবিত্র কুরআনে বলা হয়েছে: “ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু! আমেনু বিল্লাহ ও রাছুলিহি অর্থাৎ “হে ঈমানদারগণ! আল্লাহ ও তাঁর রসূলের প্রতি ঈমান আনো " (সুরা আন নিসা: ১৩৬ আয়াত ) । এখানে ঈমানদার সম্বোধন করে ঈমান আনতে বলা হচ্ছে। এটা লক্ষ্যনীয়। ঐসমস্ত বিশিষ্ট ব্যক্তিদের প্রথমে লিষ্টে রাখতে হবে।
৩) ইসলামী আন্দোলনের যেসব সুধী-কর্মী-দায়িত্বশীল এলাকার কোন কোন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি হিসাবে গণ্য তাদেরকে বিশিষ্ট ব্যক্তিদের দাওয়াতে কাজে লাগাতে হবে। বাড়ীওয়ালা, বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, ঈমাম-খতিব, মাদ্রাসা-স্কুল ইত্যাদির মালিক-পরিচালক প্রমুখ এদের মধ্যে গণ্য। দাওয়াত দানকারীদের মধ্যে কেউ দাওয়াত কবুল করলে তাদের মাধ্যমে আরো বিশিষ্ট ব্যক্তির কাছে পৌঁছার চেষ্টা করতে হবে।
৪) “প্রত্যেক ফেরাউনকে দাওয়াত দিতে হবে, না হয় প্রত্যেক ফেরাউনের ঘরে মুছা তৈরী করতে হবে”। এই প্রত্যেক ফেরাউনের ঘরে মুছা তৈরী কাজে ইসলামী ছাত্র সংগঠনের সহায়তা নিতে হবে। এই কাজে উভয় সংগঠন সমন্বয় করে কাজ করতে হবে।
৫) বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে সাফল্যের পরিমাণ কম হয়। এজন্য হতাশ হওয়া যাবেনা। প্রথমে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে ধারাবাহিকভাবে কাজে এগিয়ে যেতে হবে।
৬) গুরুত্বের কারণে দাওয়াতী অভিযান ছাড়াও উর্দ্ধতন দায়িত্বশীলগণ সারা বছর একাজের তদারক করে এগিয়ে যেতে হবে। একাজ হঠাৎ সফলতার বিষয় নয়। আর সাফল্য আসলে বিরাট অগ্রগতি হয়।
বিশিষ্ট ব্যক্তিদের দাওয়াত নিয়ে এখানে কিছু কথা হল। আরো কথা আছে। আগেও কথা হয়েছে। সব মিলিয়ে কাজে এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট আশা করি। কাজে এগিয়ে গেলে মহান আল্লাহ আমাদের কাজ সহজ করে দিতে পারেন। মহান আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।
*(Updated)
সুন্দর হয়েছে। অনেক কিছু জেনেছি
ReplyDeleteআপডেট করা হয়েছে। দেখুন প্লীজ।
Deleteবিশিষ্ট ব্যাক্তিদের মধ্যে দাওয়াতী কাজে জনশক্তির জড়তা কাটানোর উপায় কি?
ReplyDeleteসম্পূর্ণ আলোচনা জানুন - তাহলে সমাধান পাবেন।
Delete